1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:16 am

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

  • প্রকাশিত সময় Friday, September 13, 2024
  • 8 বার পড়া হয়েছে

ক্রিড়া প্রতিবেদক ॥শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। একইসঙ্গে পাকিস্তানের চলতি ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ শোয়েব মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেওয়া হয়েছে, সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) ব্যাপক সমালোচনা করেছেন তিনি।নিজের ইউটিউব চ্যানেলে এসব অভিযোগ আর সমলোচনা করেছেন বাসিত আলি।তিনি বলেন, ‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?’পাঁচ দলের সমন্বয়ে চলমান ওয়ানডে কাপের অন্যতম দল স্ট্যালিয়ন্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারিস। এই দলে খেলছেন পাকিস্তান জাতীয় দলের সাদা বলের অধিনায়ক বাবর আজমও। বাবরকে অধিনায়ক না বানিয়ে হারিসকে কেন বাসিত আলি বলেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’এমনকি বাবরের উপরও ক্ষোভ ঝেড়েছেন বাসিত আলি। বাবর কেন হারিসের অধীনে খেলতে রাজি হয়েছেন, সেজন্য বাবরকে ‘কাপুরুষ’ বলে উল্লেখ করেছেন তিনি।বাসিত আলি বলেন, ‘এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল।’বাবরকে অধিনায়ক না করে কেন হারিসকে করা হয়েছে, তার ব্যাখ্যা অবশ্য শোয়েব মালিক দিয়েছেন।তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি। কেবলমাত্র সেই খেলোয়াড়দেরই অধিনায়ক নির্বাচিত করা হবে, যারা আমার দৃষ্টিভঙ্গি অনুসারে ভূমিকা পালন করতে পারে। যাদের কিছু দক্ষতাও রয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে একজন অধিনায়কের দক্ষতা ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে আলাদা। আমি এমন কাউকে অধিনায়ক বাছাই করার পরিকল্পনা করছি, যার দক্ষতা আছে এবং দীর্ঘমেয়াদে পাকিস্তানকে সাফল্য দিতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640