কাগজ প্রতিবেদক ॥ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেন।ওই চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতর অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply