1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:14 am

শমী কায়সার প্রযোজিত সিনেমার ভবিষ্যৎ কী?

  • প্রকাশিত সময় Friday, September 13, 2024
  • 7 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারকে নিয়ে চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুন’ নির্মাণে হাত দিয়েছিলেন নির্মাতা ওয়াহিদ তারেক। অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন শমী কায়সার। নির্মাণ শেষ। এবার মুক্তির পালা।
কবে মুক্তি পাচ্ছে ‘দিগন্তে ফুলের আগুন’— জানতে চাইলে ওয়াহিদ তারেক গণমাধ্যমে বলেন, ‘ইচ্ছা আছে ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার। আমরা সেন্সর বোর্ডে পাঠাচ্ছি। দেখা যাক কী হয়।’
সরকারি অনুদানের এ ছবিটির প্রযোজনায় থাকা শমী কায়সার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনেও ছাত্র জনতার বিরুদ্ধে ছিলেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির কন্যা।
শমীর সম্পৃক্ততা থাকায় ছবিটির মুক্তিতে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কী? জবাবে নির্মাতা বলেন, ‘আমি বিষয়টা নিয়ে নিশ্চিত না। তবে ছবিটি আওয়ামী লীগের ছবি না। এটি শহিদুল্লাহ কায়সারকে নিয়ে। যিনি ১৯৭১ সালে শহীদ হওয়া একজন বুদ্ধিজীবী। সেন্সর বোর্ডই ঠিক করবে বিষয়টা।’
নির্মাতা জটিলতা তৈরির মতো কিছু খুঁজে পাচ্ছেন না। তার কথায়, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে জটিলতার মতো কিছু আছে। ছবিটির টাকা তোর রাষ্ট্রই দিয়েছে। কেননা এটি অনুদানের ছবি। ওই জায়গা থেকে তো রাষ্ট্রই এ ছবির প্রযোজক। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। কিন্তু দিনশেষে ছবির মেরিট গুরুত্বপূর্ণ।
ছবিতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটির কাজ শেষ। এতে লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছি। তবে এটি মুক্তি পাওয়া না-পাওয়ার বিষয়টি আমি বলতে পারব না। এর পরিচালক বলতে পারবেন। কিন্তু যেহেতু এটা সরকারি অনুদানের ছবি, সেহেতু মুক্তি পাবে বলে মনে করি। হয়তো সেটা এ বছরই হতে পারে।’
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘দিগন্তে ফুলের আগুন’। এতে মিমের বিপরীতে শহীদুল্লাহ কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640