কাগজ প্রতিবেদক ॥ একুশে পদক প্রাপ্ত কবি গীতিকার আজিজুর রহমান (১৮অক্টোবর-১৯১৪-১২সেপ্টেম্বর-১৯৭৮) এর ৪৬তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে কবির সমাধি¯’ল চত্বরে কবি আজিজুর রহমান জাতীয় সাহিত্য পরিষদের উদ্যেগে ¯’ানীয় দিনটি পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কবি আজিজুর রহমান জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি এ্যাড. ফারুক আযমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে কিিবর সাহিত্য কর্ম ও রচনাবলী তুলে ধরে বক্তারা বলেন- দেশের আধুনিক বাংলা গানের জগতে ‘পলাশ ঢাকা কোকিল ডাকা আমারই দেশ ভাই রে’ ‘ভবের নাট্যশালায় মানুষ চেনা দায় রে’, ‘কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে’, ‘আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইবো কথা’, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায়, ‘পৃথিবীর এই পাš’শালায়, হায় পথ ভোলা কবি’, ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’, ‘বুঝি না মন যে দোলে বাঁশিরও সুরে’, ‘দেখ ভেবে তুই মন, আপন চেয়ে পর ভালো’, তোমারে লেগেছে এতো যে ভালো’ এজাতীয় শত শত আধুনিক, দেশাত্ববোধক, মরমী ও ভক্তিমূলক বাংলা গান ও কবিতা লিখে বাংলা সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধিতে অবিস্মরণীয় অবদান রেখেছেন। অথচ কবি রচিত শতশত এসব জনপ্রিয় গান-কবিতা গুলোও আজ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে; এমনকি তাঁর সমাধিটিও ভগ্ন-জরাজীর্ণতার শিকার। এই অব¯’ার উত্তোরণে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। সাহিত্যা পরিষদের সাংগঠক এমএ কায়ুমের পরিচালনায় বক্তব্য রাখে হাটশ হরিপুর ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ, দিওল্ড কুস্টিয়া হ্ইা স্কুলর প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, ¯’ানীয় সমাজ সেবক সাহিত্য পরিষদের সহসভাপতি বজলার রহমান, নজরুল ইনলাস মাষ্টার, বিশিষ্ট গণমাধ্যম কর্মী হাসান আলী প্রমুখ। এসময় কবি রচিত হামদ নাথ পাঠ করেন দিপু সরকার।
প্রতিকুল আবহাওয়ার মোকাবিলা করে তাৎক্ষনিক এই প্রয়ান দিবসের আয়োজনটি ছিলো ছোট্ট পরিসরে। তবে আগামী মাসের ১৮ অক্টোবর তারিখে কবির জন্মবার্ষিকী অনুষ্ঠানটি বি¯‘ৃত আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে বলে বক্তারা জানান।
Leave a Reply