কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে শহীদ মাহিম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত হতে গত ৪ আগস্ট কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় কুমারখালী থানা পুলিশের আক্রমণের সম্মুখীন হয় কুমারখালীর তরুণ মোড় এলাকায়। পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের আঘাতে গুরুতর আহত হয় সে। পরবর্তী বেশ কিছুদিন শরীরে প্রচন্ড জ্বর থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ২০ আগস্ট নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহিম। তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে পরিবার ও গ্রামবাসী। মাহিম খোকসা ইয়াকুব আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বুধবার ১১ সেপ্টেম্বর খোকসার বেদবাড়িয়া ইউনিয়নের বামন পাড়া গ্রামে শহীদ মাহিমের কবর জিয়ারত ও দোয়া করেন কুমারখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। ছাত্ররা জানায়, কুমারখালী থানা পুলিশের ছোড়া টিয়ার গ্যাস কোনটিরই মেয়াদ ছিলোনা।
Leave a Reply