কাগজ প্রতিবেদক ॥ মুক্তবুদ্ধি চর্চ্চার লেখক, বিশিষ্ট প্রাবন্ধিক কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, দেশের বিশিষ্ট লাঠিয়াল ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরীর নাতি জামাই মুঈদ রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্ব্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান, ভাই, বোনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্খী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে টায় তাঁর পুর্ব মজমপুরস্থ বাসভবনে হটাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নেয়া হলে রাত অনুমান ৮ টা ৪৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। অধ্যাপক মুঈদ রহমান ১৯৬৪ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলায় জন্মগ্রহন করেন। ১৯৮৮ সালে জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে কৃতিত্বের সাথে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। এর পর ৮৯ সালেই ইসলামী বিশবিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি,বিশ^ ভু রাজনীতি সম্পর্কে অধ্যাপক মুঈদ রহমানের ছিলো অগাদ জানাশোনা। তিনি ৯০’র দশকে ঢাকা থেকে প্রকাশিত তৎকালীন জনপ্রিয় দৈনিক আজকের কাগজ, দৈনিক খবরসহ বেশ কিছু জাতীয় দৈনিকের নিয়মিত কলামিষ্ট ছিলেন। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার অবসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা যখন কারাগারে ছিলেন তিনি একাধারে আজকের কাগজ পত্রিকায় দক্ষিণ আফ্রিকার ভুত-ভবিষ্যত নিয়ে কলাম লিখে দেশে-বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। বাংলাদেশের ৯০’র গণঅত্থ্যান, অসহযোগ আন্দোলন এবং সর্বপরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তিনি ছিলেন আড়ালের একজন সঞ্চালক। বর্তমানে জাতীয় দৈনিক ভোরের কাগজ, যুগান্তর, সমকাল, জনকন্ঠ, প্রথম আলোসহ প্রায় সবকটি জাতীয় দৈনিকে নিয়মিত লিখতেন দেশের চলমান রাজনীতি, অর্থনীতি নিয়ে। অধ্যাপক মুঈদ রহমান ছিলেন একজন নিলোর্ভ,নিরঅংকারী, সৎ,বিনয়ী, পরোপকারী একজন মানুষ। তাঁর যোগ্যতা, দক্ষতা এবং মেধা থাকা সত্বেও তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেননি। ফলে তাঁর শিক্ষকতা জীবনে অনেক আগেই তিনি ইসলামী বিশ^বিদ্যালয়সহ যে কোন বিশ^বিদ্যালয়ের ভিসি হতে পারতেন। কিন্তু ছাত্র-শিক্ষকদের অনুরোধে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেননি। সারাজীবন সঠিক সময়ে সঠিক ভাবে বিশ^বিদ্যালয়ে পাঠদান করেছেন। এ জন্য বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছেও মুঈদ রহমান ছিলেন একজন জনপ্রিয় শিক্ষক। অধ্যাপক মুঈদ রহমান প্রভাষক থেকে প্রথমে সহকারী অধ্যাপক, সহযোগী এবং শেষে অধ্যাপক হিসেবেই অর্থনীতি বিভাগে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘদিন ইবির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। ইবিতে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। শিক্ষকতা ও লেখালেখির কারণেই বলা যায় কুষ্টিয়ার বিশিষ্ট চৌধুরী পরিবার ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরীর পুত্র প্রয়াত ডাঃ ফজলুল হক’র কন্যা শামীমা সুলতানা লিজুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা অর্পিতা রহমান ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ (ইংলিশ মিডিয়ামের) ছাত্রী। অধ্যাপক মুঈদ রহমানের বড় ভাই প্রফেসর ড. আব্দুল বায়েছ জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয়ের ভিসি। মরহুমের নামাজে ও দাফনের সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সিন্ধান্ত হয়নি। গতকাল পুর্ব মজমপুরস্থ বাসভবনে সর্বজন শ্রদ্ধেয় এ শিক্ষকের মরদেহ আসলে স্ত্রী, সন্তান, এলাকাবাসী, ছাত্র-ছাত্র, শিক্ষক-শিক্ষিকাদের ঢলপড়ে তার বাড়ীর আঙ্গিনায় তাঁকে এক নজর দেখতে। এ সময় শোক বিহবল পরিবেশের সৃষ্টি হয়। প্রফেসর মুঈদ রহমানের মৃত্ব্যতে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুর আলম দুলাল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত এক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
Leave a Reply