কাগজ প্রতিবেদক ॥ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভাসহ ব্যাপক কর্মসুচীর মধ্যদিয়ে কুষ্টিয়ায় আন্তজার্তিক সাক্ষরতা দিবস উদযাাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে এসেই শেষ হয়। এর পর জেলা প্রশাসক সভা কক্ষে সাক্ষরতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা বলেন, শুধু দিবস উদযাপনের মধ্যদিয়েই সাক্ষরতা দিবস পালন না করে তাকে বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তবেই দেশে শতভাগ সাক্ষতরা জ্ঞান সম্পন্ন জনশক্তি গঠন সম্ভব বলে সভায় বক্তারা উল্লেখ্য করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবিসহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply