1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 7:50 pm

ভেড়ামারা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত সময় Monday, September 2, 2024
  • 94 বার পড়া হয়েছে

স্বৈরাচার হাসিনা দেশকে ভালোবাসেনি, সে তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে এসেছিলঃ ফরিদা ইয়াসমিন
ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, ভেড়ামারা -মিরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফরিদা ইয়াসমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরাচার খুনি হাসিনা দেশকে ভালোবাসে নাই, সে তার বাবা ও পরিবারের হত্যার প্রতিশোধ নিতে এসেছিল। তাই সে ক্ষমতায় টিকে থাকতে পশুর মত মানুষ হত্যা করেছে। বিশ্ব এই গণহত্যাকারী কে ঠাঁই দেয় নাই। ভারত তার নিজ স্বার্থে হাসিনাকে মদদ দিতো। শুধু তাই ভারতই হাসিনাকে আশ্রয় দিয়েছে।
গতকাল সোমবার (২রা সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভেড়ামারা বাস স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও বন্যায় নিহতদের জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র আতœার মাগফেরাত কামনা, গণতন্ত্রের মাতা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান এর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভেড়ামারা ও মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে ও জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ বকুল আলীর সঞ্চালনায় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান হাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন আরও বলেন, বিডিআর হত্যাকান্ডের মধ্যদিয়ে শেখ হাসিনার সরকার দেশের সার্বভৌমত্বের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। তিনি বলেন, শেয়ার বাজারে লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। বাক স্বাধীনতাকে হরণ করেছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলতে দেয়নি, লিখতে দেয়নি আবার কেউ কথা বললে তাকে ধরে নিয়ে হত্যা ও গুম করা হয়েছে। এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে এ দেশের মাটিতে এনেই বিচার করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জিয়া প্রজন্ম দলের সভাপতি এ্যাড, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নয়ন, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ নোবেল, মিরপুর যুগ্ম সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন, ভেড়ামারা যুবদলের যুগ্ম আহবায়ক ওলিউল্লাহ ওলি, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মিরপুর ছাতিয়ান ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলম হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আনেয়ার হক চুন্নু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তক আহমেদ মিন্টু, ধরমপুর ইউপির সভাপতি সোহেল রানা, ভেড়ামারা উপজেলা যুবদল আহবায়ক সদস্য ও কুষ্টিয়া জিয়া সাইবার ফোর্স সহ সভাপতি মিলন খান, কৃষক নেতা শফিকুল ইসলাম, কলেজ ছাত্র নেতা তন্ময়, সামি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640