1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:14 am

আলমডাঙ্গা উপজেলায় আত্মগোপনে আওয়ামী পন্থি ইউপি চেয়ারম্যানগণ

  • প্রকাশিত সময় Monday, September 2, 2024
  • 13 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরোঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আতœগোপনে রয়েছে উপজেলার আওয়ামী লীগ পন্থি ইউপি চেয়ারম্যানরা। এতে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি চার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে দেখা দিয়েছে কোন্দল। তারা ওই সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিকটও দিয়েছে অনাস্থাপত্র। এতে রোববার দুুপুরে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সাক্ষরিত এক স্বারকে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের আলাদা সাক্ষরিত এক স্বারকে উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদেন প্যানেল চেয়ারম্যান মেহেরাজ ও জেহালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।তিনি উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদ, খাদেমপুর ইউনিয়ন পরিষদ, ডাউকি ইউনিয়ন পরিষদ ও খাসকররা ইউনিয়ন পরিষদে দায়িত্বপালন করবেন। উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ পন্থি চেয়ারম্যানরা দায়িত্বপালন করছেন। তারা অধিকাংশ আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। এছাড়া ওই চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে চলছে কোন্দল। অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে ওই চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থাপত্র দেয়। ওই চার ইউনিয়ন পরিষদে যে সকল চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থাপত্র দিয়েছে তারা হলেন- বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান সিলন, খাদেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়াদ্দার লোটাস ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার।অভিযোগকারী ইউপি সদস্যরা প্রায় একই অভিযোগ করেছেন চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের মাসিক মিটিং আয়োজন না করেই সরকারি বরাদ্দের কাজ নামমাত্র করেই বিল উত্তোলন করে নেয়। তারা প্রতিবাদ করতে গেলেও পড়তে হয় বিড়ম্বনায়। গালাগালি থেকে মারপিটের মতন ঘটনাও ঘটেছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানদের হাতে। অভিযুক্ত চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে কথা হলে এই প্রতিবেদককে জানান, ইউপি সদস্যরা উচ্চাকাঙ্ক্ষার কারণে তারা আমাদের বিরুদ্ধে অনাস্থাপত্র দিয়েছে। সরকারি বরাদ্দ নিয়ে তাদের মিটিংয়ে আহবান করা হলেও তারা ইউনিয়ন পরিষদে আসে না। ইউপি সদস্যরা অধিক মুনাফা ও কুপ্রস্তাবের কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে দ্বন্দে লিপ্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640