1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:20 am

আলমডাঙ্গা শহীদ মিনারের জায়গা দখল ও সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা দেয়ায় ছাত্র জনতার প্রতিবাদ

  • প্রকাশিত সময় Sunday, September 1, 2024
  • 16 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গার শহীদ মিনারের জায়গা দখল ও সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধাঁ দেওয়ায় প্রতিবাদ। ছাত্র-জনতার বিক্ষোভের মূখে পিছু হটেছে আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো। এ নিয়ে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এছাড়া শহীদ মিনারের জমির মালিক পক্ষ থেকে সরকারি বহুমূখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো উপস্থিত ছিলেন। এর আগে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর বিরুদ্ধে ভূমি দখল ও তাঁর শাস্তির দাবি তুলে মিছিল করেন ছাত্র-জনতা ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাবিবুল করিম চঞ্চল অভিযোগ করে বলেন, গত ১৫ বছর আগে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে ৭ শতক জমি লিজ নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন বহুতল ভবন। সেখানেই তিনি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ক্ষমতার ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানের পাশে একটি ঐতিহ্যবাহী ব্যামাগারের জায়গা বিশেষ প্রক্রিয়ায় দখল করে নেন। এছাড়া আবারও তিনি শহীদ মিনারের জমি দখলে দৌঁড়ঝাঁপ শুরু করে। শহীদ মিনার নির্মাণ কাজ শুরুর দিকে তিনি শহীদ মিনারের নিচে টয়লেটের ট্যাংকি নির্মাণ করায় সে সময় ফুঁসে উঠেছিল এলাকাবাসী।হিরোর বিরুদ্ধে অভিযোগ তুলে আলমডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিজা জান্নাতুল নিশি বলেন, হিরো পার্শ্ববর্তী উপজেলা থেকে এসে আলমডাঙ্গায় জোরপূর্বকভাবে শহীদ মিনার , সরকারি কলেজ ও ব্যক্তি মালিকানা জমি দখল করে আসছে। তিনি একজন ভূমিদস্যু, তার বিচার চাই।এ বিষয়ে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো বলেন, স্কুলে প্রায় ১ হাজার ৭শত ছাত্রছাত্রী লেখাপড়া করেন। তাদের সুবিধার্থে ১৫ ফিট জায়গা ছেড়ে প্রাচীর দেওয়ার জন্য আহবান জানিয়েছি। এদিকে বহুমূখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, সরকারি জায়গা দখল করার কারোও ক্ষমতা নেই। দীর্ঘদিন তারা শহীদ মিনারের জায়গা দখল করে স্কুল প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছে। শহীদ মিনার সকলের, নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ কাজ করায় তিনি (হিরো) ক্ষমতা দেখিয়ে জায়গা দখল করার পায়তারা করছিল। এটা স্থানীয়দের প্রতিবাদের মূখে প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনার প্রাচীর নির্মাণ কাজের অনুমতি দেন এবং ব্রাইট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা হিরোকে নির্মাণ কাজে বাঁধা না দেবার জন্য নির্দেশ দেন।এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর তাওসিফ আহমেদ ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, দুই পক্ষকে ডেকে তাদের জমির কাগজপত্র যাচাই করা হয়েছে। ব্রাইট মডেল স্কুলের হিরোর দাবি অযৌক্তিক। শহীদ মিনারের সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য সংশ্লিষ্টকে অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640