এনএনবি : দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় বসা প্রয়োজন বলে তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কী চায়, জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায়, তা জানার জন্য বর্তমান সরকারকে অতিদ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।
ঢাকার গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কোনো ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি দুয়েকজন করেও থাকে, সেটা তারা ব্যক্তিগতভাবে করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ঢালাওভাবে মামলা না করার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে যাচাই করে নিন। এমন কোনো মামলা দেবেন না, যে মামলায় দোষী সাব্যস্ত হবে না। সব মামলা কেন্দ্রীয় নেতাদের নামে না করে, সম্পৃক্তদের নামে মামলা করতে হবে।’
‘অনেক জায়গায় জেলা প্রশাসকের নামেও মামলা দেওয়া হচ্ছে, সেগুলো আবার নিচ্ছেও। আমরা চাই, বর্তমান সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে। যেভাবে মামলা হচ্ছে, তা এ বিপ্লবকে সংহত করবে না।’
গণবিপ্লবকে নস্যাৎ করতে বা ব্যর্থ করতে অনেক ধরনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, ‘ভারত থেকে এখনো অনেক ধরনের প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের বিপ্লবকে নস্যাৎ করে দেওয়া। যেখানে বলা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে, যার এক পারসেন্টও সঠিক না।’
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৫ বছর ধরে বেশি ত্যাগ করে যাচ্ছে দাবি করে দলটির মহাসচিব বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত হয়েছেন। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যারা অন্যায় নিপীড়নের শিকার হয়নি।’
Leave a Reply