কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে রেলের জলাশয়ের ভরাটকৃত জায়গায় এখন উড়ছে জাতীয় পতাকা! দেশের অস্থিতিশীল পরিস্থিতি চলাকালীন সময়ে তড়িঘড়ি করে জলাশয়ে বালি ভরাট ও টিনসেড ঘর নির্মাণ করে সেখানে চালু করা হয়েছে স্কুলের কার্যক্রম। অবৈধভাবে রেলের জলাশয় ভরাটের বিষয় নিয়ে একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানাগেছে, স্থানীয় জাহিদ হোসেন ও হুমায়ন কবির সুইট কৃষি কাজের জন্য লীজ নিয়ে জলাশয়টি বালি ভরাট করতে শুরু করেন। ইতোমধ্যেই তারা জলাশয়ের কুড়ি শতাংশের অধিক পরিমাণ জায়গা ভরাট করছেন এবং নির্মাণ করেছেন টিনসেড ঘর। আর কার্যক্রম শুরু করেছেন স্কুলের। প্রতিদিন সকালে ওই জায়গায় উত্তোলন করা হচ্ছে জাতীয় পতাকা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৯ সালে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান কে (পরবর্তীতে স্টেট অফিসার, পাকশী ও সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব) তাঁর কার্যালয়ে ঢুকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছিলেন যাঁরা, তাদেরই (যুবলীগ সভাপতি ও কাউন্সিলর হারুন) মদদে রেলের এই জলাশয় ভরাট করা হয়েছে। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে অবৈধভাবে রেলের জলাশয় ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সচেতন বাসিন্দারা জানান, দিনের পর দিন কুমারখালী পৌর এলাকার অধিকাংশ ব্যক্তি মারিকানাধীন জলাশয়গুলো বসতবাড়ী সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অজুহাতে প্রকাশ্যে ভরাট হয়ে যাচ্ছে। আর এবার ব্যক্তিস্বার্থে সরকারি জলাশয় (রেলের) ভরাট করা হচ্ছে। সরকারি কাজের জন্য ভরাট হলে তবুও মেনে নেওয়া যেতো। এ বিষয়ে রেলের সার্ভেয়ার (পোড়াদহ) ও স্টেট অফিসারের (পাকশী) সাথে যোগাযোগের চেষ্টা করে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য, কুমারখালী সরকারি কলেজের সামনের বিশাল জলাশয়টি রেলের সম্পত্তি। দীর্ঘদিন ওই জলাশয় কলেজ লীজ নিয়ে দখলে রেখেছিল। সেখানে মাছ চাষ চলতো। আওয়ামী লীগ সরকারের আমলে পৌর সভার মেয়র সামছুজ্জামান অরুণ কলেজের লীজকৃত জলাশয়ের কিছু অংশে ভরাট করে কলেজ মার্কেট নামে একটি মার্কেট নির্মাণ করে দোকান ঘরের পজিশন বিক্রি করে মোটা অংকের টাকা লুটে নিয়ে সটকে পড়েন। এখন কলেজ কর্তৃপক্ষ ওই মার্কেটের ভাড়া আদায় করছে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে। এই মার্কেট নির্মাণ করতে গিয়ে জনপ্রতিরোধ উপেক্ষা করে রেল সেতুর মুখ বন্ধ করে দেন।
Leave a Reply