1. nannunews7@gmail.com : admin :
September 20, 2024, 11:50 pm

আলমডাঙ্গার দোকানের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত সময় Wednesday, August 28, 2024
  • 13 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মোঃ তুবার আলীর ছেলে মোঃ বাবলুর রহমান দীর্ঘদিন যাবৎ মধুপুর বাজারে মাছের খাবার (ফিডের) ব্যবসা করে আসছে। উপজেলার রাইসা বাজারপাড়া গ্রামের মৃত শফিউল আলমের ছেলে মাছচাষী এস এ হৃদয় (৩৫) গত ৬ এপ্রিল ২০২৩ ইং তারিখ হতে ২০ জুলাই ২০২৩ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে সর্বমোট= ১৯,২৪,৭৮০/- (উনিশ লক্ষ চব্বিশ হাজার সাতশ আশি) টাকা মূল্যের মৎস্য ফিড বাকিতে ক্রয় করে। তার মধ্যে এস এ হৃদয় আমাকে ১১,৬৯,৭৬০/- ( এগার লক্ষ উনসত্তর হাজার সাতশ ষাট) টাকা পরিশোধ করে। আর বাকি ৭,৫৫,০০০/-(সাত লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করিতে থাকে। উক্ত অভিযোগের বিষয় নিয়ে গ্রাম্য সালিশি বসালে ২৪ আগষ্ট ২০২৪ ইং তারিখে তার থেকে আমার পাওনা সমুদয় টাকা এককালীন পরিশোধ করবে মর্মে অঙ্গীকার করে এবং আমাকে ৩০০(তিন’শ) টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করে অঙ্গীকারনামায় আমার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, (১) মোঃ আব্দুল হান্নান পিতাঃ মৃত ইব্রাহিম মোল্লা (২) মোঃ আব্দুল আলীম পিতাঃ মৃত আব্দুল ওহাব মোল্লা সর্বসাং মধুপুর থানাঃ আলমডাঙ্গা জেলাঃ চুয়াডাঙ্গা। আমি ২০ আগষ্ট ২০২৪ ইং তারিখ আনুমানিক দুপুর দুইটাই বিবাদীর থেকে আমার পাওনা টাকা চাইলে সে আমাকে টাকা দিবে না বলে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে।এ বিষয়ে ফোনে এস এ হৃদয়ের কাছে জানতে চাইলে তিনি জানান, হ্যাঁ, আমার কাছে টাকা পাবে, এটা সত্য। তবে আস্তে আস্তে আমি টাকা পরিশোধ করে দেব। এতো দিনেও টাকা শোধ করেননি কেন জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।আমি বিষয়টি আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করিয়া আপনাদের শরণাপন্ন হই যাহাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি আইনগত সহায়তা পায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640