ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ জাতী সমাজতান্ত্রিক দলের(জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সংসদ সদস্য হওয়ার পর ভেড়ামারায় শান্তির জনপদে অসংখ্য লাশ উপহার দিয়েছেন বলে তার গ্রেফতার পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম এই মন্তব্য করেছেন। গতকাল ২৭শে আগস্ট মঙ্গলবার ভেড়ামারায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ওয়ান ইলেভেন সরকারের সময় মহাকারচুপির মাধ্যমে নির্বাচিত ইনুর জামানত বারবার বাজেয়াপ্ত হয়েছে।শাপলা চত্বরে নিরপরাধ মুসল্লিদের হত্যা এবং বারবার এ দেশকে জঙ্গিবাদ ও অকার্যকর দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে বিদেশীদের কাছে দুরভিসন্ধিমূলক প্রচারণা করেছে। তিনি অভিযোগ করে বলেন স্বাধীনতা উত্তর গণবাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অবকাঠামগত উন্নতি করার মধ্যে কিছু স্কুলের গেট ভেঙেছে আর কিছু ানিয়েছেন।তিনি এমপি থাকা অবস্থায় ভেড়ামারায় বিদ্যুৎ খাতের অবনতির কথাও তিনি উল্লেখ করেছেন। এদিকে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু গ্রেপ্তার হওয়ায় ভেড়ামারার জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ভেড়ামারার স্থানীয় ব্যবসায়ী খন্দকার বকুল বলেছেন,”উনি ভেড়ামারার এমপি হলেও উনাকে দেখা যেত কম। গাড়িতে আসতেন, গাড়িতেই চলে যেতেন। জনগনের সাথে সম্পৃক্ততা কম ছিল।”ফজল হক নামের আরেকজন বলেন, “এমপি-মন্ত্রী থাকাকালীন ভেড়ামারায় দৃশ্যমান কোন উন্নতি করেননি।” বেলাল নামের এক ব্যবসায়ী বলেছেন, কর্নেল তাহের পরবর্তী হাসানুল হক ইনু ছিলেন জাসদের সবচেয়ে যোগ্য ব্যক্তি। তার অনুপস্থিতি জাসদকে নেতৃত্বশূন্যতার দিকে নিয়ে যাবে। জহুরুল ইসলাম নামের একজন জাসদ কর্মী বলেন, হাসানুল হক ইনুর সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি সারা বাংলাদেশে জাসদকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। ভালো-মন্দ নিয়েই মানুষ, তবে আমি এটুকু বলতে পারি তিনি এলাকায় কখনো কোন চাঁদাবাজি করেন নাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মসজিদের ইমাম বললেন, অন্যান্য নেতাদের মত ব্যক্তিগতভাবে ভেড়ামারাতে তার কোন দুর্নীতির রেকর্ড নাই। তবে তিনি আলেম ওলামাদের কটাক্ষ করে কথা বলায় ধর্মপ্রাণ মুসলিমরা তাকে ভালোভাবে গ্রহণ করেনি। তার ভাবা উচিত ছিল রাজনীতিতে যেকোনো সময় বড় রকমের মৌলিক পরিবর্তন আসতে পারে।ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকার চিন্তা না করে জাতীয় নেতা হিসেবে জাতির ক্রান্তিকালে যে ভূমিকা রাখা উচিত ছিল তা তিনি রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য তিনি কুষ্টিয়া-২ আসনের তিনবারের এমপি ছিলেন এবং ১৪ দলের অন্যতম শরিক নেতা ছিলেন।
Leave a Reply