কুমারখালী প্রতিনিধি ॥ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুমারখালী প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী। অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদক সোহাগ মাহমুদ, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মাহমুদ শরীফ,গণমুক্তির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাকির আলীর শুভ,সাংবাদিক সবুজ হোসেন,আরিফ খান,মোহনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথি ঘোষ,বিজয় টিভির প্রতিনিধি তানভীর লিটন,কালবেলা প্রতিনিধি মনোয়ার হোসেন,এশিয়ান টিভির প্রতিনিধি পুলক সরকার,আনন্দ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রিগান,আমার সংবাদ প্রতিনিধি মাসুদ রানা,মানব কণ্ঠের সাংবাদিক পলাশ ঘোষ,সাংবাদিক নয়ন সেখ, অপরাধ অনুসন্ধানের মাহামুদ হাসান, বার্তা টিভির আতাউর রহমান সুজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় কুমারখালী প্রেসক্লাবের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে দেশের বর্তমান ও সমসাময়িক সকল বিষয়ে প্রেসক্লাবের সকল সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। দেশ ও দশের সার্বিক উন্নয়নে নিরপেক্ষতার সাথে গণমাধ্যম কর্মীদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুরোধ জানান কুমারখালী প্রেস ক্লাবের নেতৃস্থানীয়রা।ধ
Leave a Reply