কাগজ প্রতিবেদক ॥ কুমারখালী পৌরসভা এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাসনে শ্যালোমেশিন ব্যবহার করা হচ্ছে। সোমবার থেকে পৌরসভার সেরকান্দি ওহাবমোড় সংলগ্ন বিশাল জলাশয়ে শ্যালো মেশিন বসিয়ে পানি সেচে ড্রেনে দেওয়া হচ্ছে। পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলাম মেশিন দিয়ে পানি সেচে ড্রেনে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।সরেজমিন ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে অনেকেই বলেন, এই মুহুর্তে মেশিন দিয়ে পানি নিস্কাসনের উদ্যোগ হাস্যকর। এলাকাবাসীর ভাষ্য, গত একযুগে রেল সেতু সহ ৫/৬ টি সেতু ও কালভার্টের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সে কারণে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। অব্যাহত বৃষ্টিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করেছেন অনেকে।
সরেজমিন ঘুরে দেখাগেছে, কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন এলাকায় জন সাধারণের চলাচলের পাকা সড়কের উপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। এই মুহুর্তে বিকল্প উপায়ে দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা করা দরকার। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি।
পৌরসভার মেয়র কাউন্সিলর সহ পৌরসভার কর্মচারীরা প্রতিবছরই এমন জলাবদ্ধার মুহুর্তে এসে অন্তত চেষ্টা করতো বিকল্প উপায়ে দ্রুত পানি বের করার। কিন্ত এখন কাউকেই দেখা যাচ্ছে না।জলাবদ্ধতা নিরসনের বিষয়ে সোমবার দুপুরে পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলাম জানান, ড্রেনদিয়ে পানি নিস্কাসন সম্ভব হচ্ছে না। তাই মেশিনের সাহায্যে পানি নিস্কাসন করা হচ্ছে। ইতোমধ্যেই সেরকান্দি এলাকায় দুইটি সেশিন দিয়ে পানি ড্রেনে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার সকালে ওই এলাকায় গিয়ে একটি শ্যালো মেশিন চলতে দেখা গেছে। সরেজনিম ঘুরে দেখাগেছে, সেরকান্দি এলাকায় পাকা সড়কের উপরে পানি, বসত বাড়িতে পানি।বাড়ি থেকে বাহিরে যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। মাটির চুলায় রান্না বন্ধ হয়ে গেছে আরো আগেই। সরকারি কলেজে প্রবেশের সড়ক পানিতে নিমজ্জিত। দুর্ভোগের শেষ নেই বাটিকামারা এলাকাতেও।
একই অবস্থা দুর্গাপুর এলাকায় ফুলকুড়ি শিশু বিদ্যালয়ে পানি, আদর্শ মহিলা ডিগ্রী কলেজে পানি, উপজেলা পরিষদ মাঠ পানিতে নিমজ্জিত। উপজেলা সড়ক পানিতে নিমজ্জিত।উপজেলা পরিষদ চত্বরে আরো আগে থেকেই পানি জমে রয়েছে।এ ছাড়াও দুর্গাপুর এলাকায় অনেক বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে।পানি নিস্কাসনের অভাবে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ি সংলগ্ন আদিবাসি পাড়া পানিতে ডুবে গেছে।চরম দুর্ভোগ পোহাচ্ছে এই পাড়ার বাসিন্দারা।উপজেলা পরিষদের পুর্বের সীমানা সংলগ্ন পাড়ার বাসিন্দারা পানিতে আটকে রয়েছেন।তারা জানান, পাকা সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে প্রায় দুই সপ্তাহ ধরে।এ পর্যন্ত পৌরসভার কেউ পরিদর্শনেও আসেনি। পৌরসভার বাসিন্দারা জানান, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রশাসক যদি পৌরসভাতে কিছুটা বেশি সময় দেন তাহলে ভালো হবে।অন্যথায় পৌরবাসির ভোগান্তির শেষ থাকবে না। দীর্ঘদিন নানা বৈষম্যের মধ্যে পৌরবাসি পৌরসভার সেবা পেয়েছেন। কিন্তু এখন বৈষম্যহীন ভাবে কাঙ্খিত সেবা পেতে চান পৌরসভার সাধারণ বাসিন্দারা।
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর মেয়র কাউন্সিলর সহ অনেকের বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।সেই থেকে কুমারখালী পৌরসভার মেয়র কাউন্সিলর সহ সকলেই অজ্ঞাত স্থানে আতœগোপন করেন। এর পরই বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার দেশের সকল পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগের আদেশ দেন।
Leave a Reply