1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:12 am

আলমডাঙ্গায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা

  • প্রকাশিত সময় Monday, August 26, 2024
  • 23 বার পড়া হয়েছে

বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে পান্না কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। প্রধান অতিথির বলেন, ধ্বংস প্রতিহিংসা নয় সকলকে ঔক্যবদ্ধ ভাবে শান্তির সমাজ গড়তে হবে। বিএনপি একটি গনতান্ত্রিক রাজনৈতিক দল। আজ থেকে ৪৬ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যে কারনে আজ আওয়ামীলীগ রাজনীতি করতে ারছে।১৯৭৫ সালে তারা বাকশাল গঠন করে সবদল বাতিল করে একদলীয় শাষন ব্যবস্থা কায়েম করেছিল। যদি শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র কায়েম না করতেন তাহলে তারা রাজনীতি করতে পারতেন না। এসময় সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু বলেন,ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আওয়ামী শ্বৈরাচার সরকারকে উৎখাত করেছে। আপনারা সকলে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলকে সুসংগঠিত করুন। এ সময় কর্মীরা স্লোগান দেয়, এক জিয়া লোকান্তরে
লক্ষ জিয়া ঘরে ঘরে। কে বলেরে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির,সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আলী আজগর সাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাজী মকবুল হোসেন, পৌর বিএনপির সহ- সম্পাদক মাহাবুল হক মাষ্টার। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর উজ্জল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, যুগ্ন আহবায়ক আব্দুল কাদের।
এছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসান রিঙ্কু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গোলাম, পৌর সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান লিমন।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হিমেল, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাকারিয়া শান্ত, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক কামাল হোসেন, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, সম্পাদক পলাশ উদ্দীন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সম্পাদক লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আবু বক্কর সিদ্দীক, হারদি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক শফিকুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল রহমান রেজু, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেকুল ইসলাম, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুজ্জো মিল্টন, সম্পাদক আলাউদ্দিন, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক রাজাবুল ইসলাম, বাড়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি আশাদুজ্জামান বকুল, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস পাপন, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দীন,সম্পাদক শাহিনুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড বিএনপি নেতা রহিদুল হক, হাফিজুর রহমান চমক, আব্দুল জব্বার, মাসুদ সালেহিন লিপু, আব্দুর রশিদ মালিতা, আব্দুর রাজ্জাক, বরকত উল্লাহ, আলিমুদ্দীন, আনজান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640