কাগজ প্রতিবেদক ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদ ছাত্র জনতার রক্ত ও ত্যাগ বৃথা যেতে দেব না, বাংলার মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করব। একসাথে যেভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগ করতে সক্ষম হয়েছি একসাথে থেকে সকলে সকল অন্যায়কে প্রতিহত করবো। আপনি নিজেই বাংলাদেশ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন তাহলেই দেশ সুন্দর হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদ ছাত্র জনতার স্মরণে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত নাগরিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন বক্তব্য দেন শাকিল আহমেদ তিয়াস। তিনি আরও বলেন, বর্তমানে ভারত অন্যায় ভাবে বাধ খুলে দেওয়ায় বাংলাদেশের অনেক অঞ্চল পানির তলায় তলিয়ে গেছে, তাই তাদেরকেও বলে দিতে চাই সেভেন সিস্টার সাবধান! ছাত্র জনতা চাইলে বাংলাদেশ ম্যাপ কে পূর্ণতায় ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। সকলেই বলে ভারত বাংলাদেশের বন্ধু আমি বলি এমন বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নেই। শুক্রবার ২৩ আগস্ট কুমারখালী সাধারণ ছাত্র জনতার আয়োজনে ও বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কুমারখালী উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার সাবেক নেতৃবৃন্দের সৌজন্যে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হাসানুর রহমান হাসান, কুমারখালী বিশ্ববিদ্যালয় কলেজের সবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা প্রজন্ম ফারুক, সাবেক ছাত্র নেতা আয়কর আইনজীবী সাকিবুর রহমান, পলাশ, নয়ন, লতিফ, রাজিব, রাশেদ, রকি, কাজল, নয়ন, সালাম, মুক্তার, শুভ, কুমারখালী কৃষক দলের সদস্য হারুন-অর-রশিদ প্রমূখ। সম্মেলন সঞ্চালনায় ছিলেন বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের সক্রিয় ছাত্র সায়ন আহম্মেদ রাফা।
Leave a Reply