হামলা মারধর ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ সহ ১৪ জনের বিরুদ্ধে মারপিট, দোকান ভাংচুর ও মালামাল চুরি ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে মামলা দায়ের করেছেন হোমিওপ্যাথি চিকিৎসক শরিফুল ইসলাম। গতকাল ২০ আগষ্ট মঙ্গলবার দায়েরকৃত মামলাটি তদন্তের জন্য কুমারখালী থানার উপ পরিদর্শক সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার বাদী শরিফুল ইসলাম জানান, গত ৪ আগষ্ট দুপুর আনুমানিক ২ টার দিকে তিনি তাঁর নিজের চেম্বার মাস্টার হোমিও হলের ভিতরে অবস্থান করছিলেন। সে সময় কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র সহ লাঠিসোঠা নিয়ে আওয়ামী দুর্বৃত্তরা মহড়া দিয়ে ফেরত যাচ্ছিলেন। তারা মাস্টার হোমিও হল ছেড়ে কিছুদুর গিয়ে আবার ফিরে এসে আমার চেম্বারের সাটার খুলে হামলা করে আমাকে মারধর সহ মালামাল ভাংচুর, চুরি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় শরিফুল ইসলাম ১৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। যার নং- ২৭৯০(৩) ১।এ মামলার আসামীরা হলেন সামছুজ্জামান অরুণ (৬০), পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন (৫৫), উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুন (৫০), কাউন্সিলর এস এম রফিক (৩৫), ইমরান হোসেন (২৫), কাজল হোসেন কাজু (৫০), সেলিম হোসেন (৩০), রাশিদুল ইসলাম (২৪), মিল্টন হোসেন (৩০), পাপ্পু হোসেন (২০), শাকিল হোসেন (৩৫), সেহাগ আলী (৩০), ওসমান সেখ (৫৫), মোহা: সানি (২৫)। এ ছাড়াও অজ্ঞাত ১০/১৫ জন এ হামলায় অংশ নেয় বলে জানান মামলার বাদী শরিফুল ইসলাম। খোঁজ নিয়ে জানাগেছে, এ হামলায় জড়িতরা গত ৫ আগষ্ট দুপুরে হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পারানোর খবর প্রচার হওয়ার পর থেকেই অজ্ঞাত স্থানে আতœগোপন করেছে।
Leave a Reply