1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 9:33 am

কুষ্টিয়ায় ১০১জন শিশুর মাঝে বার্ষিক ফুডপ্যাক ও বাইসাইকেল বিতরণ

  • প্রকাশিত সময় Sunday, August 18, 2024
  • 54 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ সোশাল এজেন্সি ফর ওয়েল ফেয়ার এন্ড এ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছাওয়াব) এর উদ্যোগে মাই অরফ্যান প্রজেক্টের অধীনেকুষ্টিয়ায় ১০১ জন এতিমের মাঝে বার্ষিক ফুডপ্যাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও উন্নয়ন) মিজানুর রহমান এসব উপকরণ তুলে দেন।ছাওয়াবেরপ্রোগ্রাম অফিসার মু. বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং মুহাম্মদ আফতাবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি,শিক্ষা ও উন্নয়ন জনাব মিজানুর রহমান। প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক আকাবা নার্সারীর স্বত্বাধিকারী ডা. রুহুল আমিন, ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার, ছওয়াবের এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোল্লা, সুবিধাভোগী শিক্ষার্থী মানিক হোসেন, শিম্মী, আবির হোসেন, অভিভাবক নাছিমা খাতুন সেলিনা বেগমসহ আরও অনেকে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি,শিক্ষা ও উন্নয়ন) জনাব মিজানুর রহমান বলেন, ছওয়াবের কার্যক্রম ইউনিক এবং অসম্ভব সুন্দর এবং টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত প্রকল্প। তিনি আরও বলেন, এই প্রকল্পটির আওতাধীন শিক্ষার্থীদের যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে সুশিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আফতাবুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি ছওয়াব দেশের প্রত্যন্ত অঞ্চলে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640