বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ গতকাল রোভার স্কাউট, চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে এবং আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় আলমডাঙ্গা রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ১ম দিনের বৃক্ষরোপণ করা হয়। গতকাল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্ত্বরে বকুল, কৃঞ্চচূড়া, রাধাচূড়া, সোনালু, জলপাই ও অন্যান্য বৃক্ষরোপণ করা হয়। এ সময় রোভার স্কাউট আলমডাঙ্গা ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিল রুদ্র, রাব্বি, রাজ, কাজল, জাহিদ, মুন্না, মাহাদী, মাটি, লিজা, নেহা, আনিকা, লতা, আবিদ, শান্তা ও রাকিবসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউটটের সহকারি আইসিটি কমিশনার এসময় এমদাদ হাসান। এসময় শিক্ষার্থীরা জানায়, সপ্তাহব্যাপী আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচী ধারাবাহিকভাবে পালন করা হবে।
Leave a Reply