ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের বাক স্বাধীনতা। দীর্ঘ ১৬ টি বছর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর অত্যাচার, নীপিড়ন, হামলা মামলা চালিয়েছে ফ্যাসিবাদী হাসিনা সরকার। দেশ ব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে অসংখ্য ছাত্র ও সাধারণ জনতাকে। স্বৈরাচার খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে গত ৫ আগষ্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও দেশের বিরুদ্ধে থেমে নেই তার ষড়যন্ত্র। এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ভেড়ামারা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ প্রস্তুত রয়েছেন বলেও তিনি জানান। এছাড়াও এ্যাড. তৌহিদুল ইসলাম আলম সাংবাদিকদের জানান, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ডাকে রবিবার বিকাল ৩ টায় বাসস্ট্যান্ডের জনসভা দলীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে।
Leave a Reply