আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গার কালিদাসপুরের তাজ উদ্দীনরে বিরুদ্ধে সরকারি ১নং খাস খতিয়ানের জমি জালিয়াতি করে বিক্রি করে জবর দখল করার অভিযোগ উঠছে। এ সংক্রান্ত বিষয়ে গ্রামবাসী জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার ভুমি অফিসে শুনানী অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার মৃত তাঁরা চাঁদ মন্ডলরে ছেলে তাজউদ্দীন গং জাল পাওয়ার নামা বানিয়ে নিজ নামে এস এ রের্কড করে। ঐ সম্পত্তি অর্পিত ও অনাবাসী সি এস রের্কডিয় মালিক র্সূয চরন পোদ্দাররে ছেলে শ্রী সুকচাঁদ পোদ্দার গং। এই সম্পত্তি সুকচাঁদ গং এর নামে থাকলেও শুকনাল দে’র ছেলে সুদরি কুমার দে গং এর নামে জাল পাওয়ার বানিয়ে ১৩.৭০ শতক জমি জাল পাওয়ার নামা মাধ্যমে নিজ নামে করে নেয় তাঁরা চাঁদ গং। যার দললি নং-১০০৬ ও ১১১৩ । এই জমি কিছু অংশ নিজ নামে রের্কড ভুক্ত করে ও কিছু অর্পিত এবং অনাবাসী হিসাবে রয়েছে। এছাড়া তার দখলীয় ১ নম্বর খাস খতিয়ান ভুক্ত জমি তাজউদ্দীন গং ওই সম্পত্তি ১৯৯১ সালে বিক্রয় করে দেয়। এবং কিছু সম্পত্তি অরেজিস্ট্রিকৃত বায়নামা করে দেন। বিষয়টি জানাজানি হলে কালিদাসপুর গ্রামের শফিউর রহমান জোর্য়াদ্দার ও মো: আহাদ আলী সরকারি সম্পত্তি উদ্ধাররে জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট তদন্তর জন্য পাঠান । সরজমিনে তদন্ত শেষে উপজেলা সহকারী কমশিনার (ভূমি) আশিস কুমার বসু গতকাল দুই পক্ষকে নিয়ে শুনানী করনে। ভুক্তভোগী মো: আহাদ আলী জানান, তাঁরা চাঁদ গং র্দীঘদনি ধরে সরকারি জমি জবর দখল করে রেখেছে। আমরা ওই জমি উদ্ধার সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply