ওলি ইসলাম ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল ১২ ই আগস্ট সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই সংবর্ধনা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম,পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি নুরুদ্দিন নূরু ভিপি, যুবদলের সদস্য সচিব মোশাররফ, ছাত্রদল সভাপতি রানা সহ বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আন্দোলনে আহত শিক্ষার্থী তন্ময় বলেন, এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তার বাসাতে ছাত্রলীগের ছেলেরা হুমকির পর হুমকি দিয়ে এসেছে। তারপরেও সে আন্দোলন চালিয়ে গেছে। যুবদলের সদস্য সচিব মোশারফ বলেন, বিগত স্বৈরাচারী সরকার ১৭ বছর ধরে যে নির্যাতন চালিয়েছে তা ছিল নজিরবিহীন। বুদ্ধি বয়সে সে এমন অন্যায় অবিচার দেখে নাই।
সাবেক ভিপি নুরুদ্দিন নুরু বলেন,ছাত্রদেরকে পাখির মতো করে হত্যা করেছে স্বৈরাচারী সরকার। শেষমেষ তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আলোচনা সভা পরবর্তী শফিকুল ইসলাম ডাবলু বলেন,অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতেই হবে। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম বলেন,ছাত্রদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে কোনভাবেই সেই স্বাধীনতা ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। ১৯৪৭ সালের প্রথম এ দেশ স্বাধীন হয়। জনগণের অধিকার আদায়ের জন্য বারবার বিপ্লব হয়েছে। সর্বশেষ স্বাধীনতা পেয়েছি ১৯৭১ সালে। তারপরও একাধিকবার বিপ্লব আর প্রতিবিপ্লব হয়েছে বাংলাদেশ। সর্বশেষ ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা ২০২৪ সালে এক বিজয় অর্জন করেছি। এর মাধ্যমে সবচেয়ে বড় স্বৈরাচারের পতন ঘটেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই বিএনপি বাংলাদেশের এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সদা প্রতিজ্ঞাবদ্ধ।
Leave a Reply