বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ সারাদেশে আওয়ামীলীগ কর্তৃক ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরি-ডাকাতি ও সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে জেলা কৃষকদলের উদ্যোগে মুন্সিগঞ্জ পান বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষকদলের সভাপতি জামাল সাদিক মিন্টু । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।প্রধান অতিথির বক্তব্যে শরীফ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির কোন নেতাকর্মী যেনো ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টি না করে। যে কোন হাট বাজার দখল কিংবা খাল-বিল দখলের মত ঘটনার সাথে যেনো না জড়িয়ে পড়ে। এধরণের কর্মকান্ডে যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সদস্য সচিব শরীফ তাঁর নেতাকমীদের হুশিয়ার করে বলেন, তার কোন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেনো আওয়ামীলীগের কোন নেতাকর্মীর বাড়িতে যেনো হামলা কিংবা ভাঙচুর না করে। এছাড়া কোন ধরণের আওয়ামীলীগের নেতাকর্মী হয়রাণী মূলক কাজের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাকে দ্রুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিস্কার করা হবে।আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের সদস্য সচিব সোনা মিয়া, সদস্য মোকাররম হোসেন, আলমডাঙ্গা উপজেলার কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস মিয়া।চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তবারক হোসেনের উপস্থাপনায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply