মিরপুর প্রতিনিধি ॥ শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ-তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়ন বি এন পি’র উদ্দ্যোগে-১১ আগষ্ট ২০২৪ রবিবার বিকাল থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত নওদা বহলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্বৈরাচার বিবোধী ছাত্র ও জনতার আন্দোলনে সকল শহীদ’এর আতœার মাগফিরাত ও চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া-মাহফিল এবং বিএনপি ও অ্ঙ্গ সংগঠনের বার্ধিত সভা অনুষ্ঠিত হয়। এলাকার জালাও-পুড়াও-আগ্নি সংযোগ ও ত্রাস সৃষ্টি যেন কেহ না করতে পারে এবং সকল স্থানে শান্তি সৃংঙ্খলা বজায় রাখাসহ শহীদদের আতœার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করার নির্দ্দেশনা প্রদান করেন কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের একাধিক বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম। অনুষ্ঠান বাস্তবায়ন করেন বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র ত্যাগী সাধারণ সম্পাদক, আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশের নির্যাতনে স্বীকার, একাধিক বারের জেল জুলুম সর্জ্জকারী নেতা মাহবুব আলম হারছেন। দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজামাল মল্লিক, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র ত্যাগী সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন। প্রধান আলোচ্যক ছিলেন মিরপুর উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি’র নেতা মোজাম্মেল হক বাবু ও সজ্জাত হোসেন সবুজ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯টি ওয়ার্ড থেকে বক্তব্য প্রদান করেন মিজানুর রহমান মিলন, আব্দুল রাজ্জাক মাষ্টার, আব্দুল রশিদ, ইসলাম মন্ডল, সোহাগ আলী, হুমায়ুন কবির, আনছার আলী, ডঃ শফিকুল ইসলাম শফি, ডাঃ এলাহী, উজির মুন্সি, জিয়াউর রহমান বিশ^াস, এনা বিশ^াস, সবুজ আলী, আঃ হালিম, জাকির হোসেন, আকাতুল্লাহ, হাশেম ব্যাপারী, শুকুর ব্যাপাীর, ছানা মন্ডল, আলম মন্ডল, পলান মন্ডল,আয়নাল গাজী,আবুবক্কর বিশ^াস প্রমুখ। যুবদলের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন মাসুদ রানা, মোজাম্মেল হক, নাজিম আলী, সুজাউদ্দিন, রিয়াজ আলী, আঃ গণি, সুজন আলী, রণী, আজিবুল, সেকেন মুন্সি প্রমুখ। ছাত্র দলের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিসানুর রহমান, ছাত্রনেতা জাকারিয়া,, মারুপ, কাফি, অমি, রুহান প্রমুখ। স্বৈরাচার বিবোধী ছাত্র ও জনতার আন্দোলনে সকল শহীদ’এর আতœার মাগফিরাত ও চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া-মোনাজাত শেষে তবারক বিতরণ করেন।
Leave a Reply