ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকাল ৫ টার সময় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার আয়োজনে শহরের বাস স্ট্যান্ড চত্ত্বরে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলার যুগ্ন-সাধারন সম্পাদক শাহাজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম সদস্য শিহাবুল ইসলাম,কুষ্টিয়া জেলা যুবদলের সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রাজন আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্যে রাখেন, ধরমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ, মোকারিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজু আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াশিম আকরাম, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা চমন গাজী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর নেতা কর্মীরা আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থী ও অন্যান্যে ব্যক্তিদের মাগফেরাত এবং সুস্থতায কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজান আলী ভেড়ামারা ১২ মাইলে পৌঁছালে দলের হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন দিয়ে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে পৌছাই। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply