আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা উপজেলা শহরের সত্যনারায়ণ মন্দিরের সামনে বৈষম্য বিরোধী হিন্দু শিক্ষার্থী দের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেল ৪ টার দিকে আলমডাঙ্গা পৌর শহরের সত্যনারায়ণ মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বৈষম্য বিরোধী হিন্দু শিক্ষার্থীদের আহবায়ক, ঢাকা ইডেন মহিলা কলেজের ছাত্রী অর্পিতা রানী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ছাত্র ঋত্বিক সাহা, মিঠুন কর্মকার, বর্ষণ, উৎস মজুমদার,অংকুর, সজীব ঘোষ, তনু, রন্তু কর্মকার ধ্রুব প্রমুখ।বক্তারা সারা বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের উপর হামলা, অত্যাচার ও লুটপাটের ঘটনায় ৮ দফা দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা শ্লোগান দেন আমার ঘর ভাংলো কেন জবাব চাই,জবাব চাই, তুমি কে আমি কে বাঙালী, বাঙালী, তারা বলেন যখনই কোন সরকার বদল হয়,তখনই দিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সবচাইতে বেশি আমরা নির্যাতিত হয়েছি,তখন বাড়ী ঘরে আগুন,লুটপাট, হত্যা সহ নানা অত্যাচার সহ্য করতে হয়েছে, এক পর্যায়ে আমরা পার্শ্ববর্তি দেশ ভারতে চলে যাই,সেখানে স্বরনার্থী শিবিরে ৯ মাস কষ্ট করে থেকেছিলাম।স্বাধীনতার পর দেশে ফিরে এসে নিঃস্ব অবস্থায় জীবন শুরু করেছিলাম।স্বাধীনতার এত বছর পর আবারও আমাদের ঘর বাড়ী ভাংচুর,আগুন ও লুটপাট করা হচ্ছে। আমরা ৮ দফা দাবি দিয়েছি দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা পৌর শহরের সত্যনারায়ন মন্দিরের সামনে বৈষ্যম্য বিরোধী হিন্দু শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। উক্ত সমাবেশে বৈষম্য বিরোধী হিন্দু শিক্ষার্থীরা ১০ সদস্যের একটি সমন্বয়ক কমিটি গঠন করে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। উক্ত কমিটির সমন্বয়ক ইডেন মহিলা কলেজের ছাত্রী অর্পিতা রানী পাল, ছাত্র ঋত্বিক সাহা, মিঠুন কর্মকার, বর্ষণ, উৎস মজুমদার,অংকুর,সজীব ঘোষ, তনু, রন্তু কর্মকার ধ্রুব দের নেতৃত্বে আলমডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের সকল শিক্ষার্থীরা এক হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চারতলামোড়ে শ্রী শ্রী সত্যনারায়ন মন্দিরের সামনে বাংলাদেশে সংখ্যালখু ও হিন্দুদের উপর হামলা, অত্যাচার ও লুটপাটের ঘটনায় ৮ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।এই সংবাদ লেখা পর্যন্ত ১০ সদস্য বৈষম্য বিরোধী হিন্দু শিক্ষার্থীদের সাথে আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছিল।
Leave a Reply