এনএনবি : নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মুখে বছর ব্যবধানে গুঁড়ো দুধসহ শিশুখাদ্যের গড় দাম বেড়েছে ৮ থেকে ১০ শতাংশ। এটি অযৌক্তিক দাবি করে শিশুখাদ্যের বাজার থেকে দাম বাড়ানোর হোতাদের তাড়াতে সরকারি পদক্ষেপ চায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ক্রেতাদের ওপর এ দায় চাপিয়ে পরামর্শ দিয়েছে তাদের সচেতন হওয়ার।
একবছর আগে টিনের কৌটার ৪০০ গ্রাম ল্যাকটোজেন ও প্রাইমা কেনা যেতো ৭৭০ থেকে ৭৮০ টাকায়। এখন দাম পড়ছে ৮২০ টাকা। আর এক হাজার ১০০ টাকার নান চলে গেছে এক হাজার ২০০ টাকায়।
সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার কারণে শিশুখাবারে পুষ্টির উপাদান কমবে। এতে হুমকির মুখে পড়বে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা।
বাজারে পাল্লা দিয়ে বাড়ছে তরল ও গুঁড়োদুধ এবং নুডলসের দামও। বিক্রেতারা বলছেন, তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ঠিকই; কিন্তু তাতে কমছে বেচাকেনা। আর ক্রেতারা বলছেন, গেলো বছরে দাম বেড়েছে প্রায় সব পণ্যের। ভোক্তারা সিন্ডিকেটের কাছে জিম্মি।
এ অবস্থায় শিশুখাদ্যের বাজার থেকে অসাধু ব্যবসায়ীদের তাড়ানোর দাবি ক্যাবের। সংস্থাটির সাধারণ সম্পাদক মো. হূমায়ুন কবীর বলেন, শিশুখাদ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে দিতে হবে; অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে হবে।
এদিকে, এজন্য সকলের সম্মিলিত উদ্যোগ দরকার বলে মনে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, গুটিকয়েক আমদানিকারক শিশুখাদ্যের বাজার নিয়ন্ত্রণ করে। এ অবস্থায় বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সকলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, এরই মধ্যে শিশুখাদ্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে; অনিয়ম পেলে নেয়া হবে আইনি ব্যবস্থা।
Leave a Reply