1. nannunews7@gmail.com : admin :
November 9, 2024, 5:01 pm

  • প্রকাশিত সময় Tuesday, August 6, 2024
  • 39 বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে মৃত্যু ৪।। হামলা ভাংচুর আগ্নিসংযোগ লুটপাট

আলমডাঙ্গা ব্যুরোঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা সহ সকল উপজেলায়  হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ ত্রাসের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে মারা গেছে চারজন। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত জেলা জুড়ে এ ঘটনা ঘটে।চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও তার ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাড়িতে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ আলী আজগার টগরের বাড়িতে, দীলিপ কুমার আগরওয়ালার রাজনৈতিক কার্যালয়ে, শিল্পপতি এম এ রাজ্জাক খানের বাড়িসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও আগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। দামুড়হুদা,দর্শনায় একই চিত্র হলেও আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ ভাংচুর ও অগ্নি সংযোগে বাধা প্রদান করেছে। এইজন্য আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমান কম হবে।  চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিলে চারজন পুড়ে মারা যায়। নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাকিব হোসেন ডিজে (১৮),চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের শিলনের ছেলে সাকিব (১৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার পুলিশ লাইন পাড়ার সাইদুর রহমানের ছেলে তাফিম(১৬)।

অন্য ১ জনের পরিচয় পাওয়া যায়নি। আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান । এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ছেন এ খবরে চুয়াডাঙ্গা  আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন।

এর মধ্যে আছেন চুয়াডাঙ্গা-১ আসনের ৪ বার নির্বাচিত সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন,তার সহদর সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আজগর টোগর, তার সহদর দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু, চুয়াডাঙ্গার আর এক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন  হেলা,সাধারণ সম্পাদক আব্দুল কাদের,বর্তমান পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন,যুবলীগনেতা সিরাজুল ইসলাম আসমান,আব্দুর রশিদ,শেখ সেলিম, টুটুল,জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস,সাধারন সম্পাদক রিপন মন্ডলসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অনেকে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640