বশিরুল আলম,আলমডাঙ্গা থেকেঃ চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিন বার নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক জেলা কৃষক লীগের সভাপতি এবং সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক জোয়ার্দ্দার প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে মোমিনপুর বাজারে ক্ষুব্দ প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় সদস্যদের দেয়া পিটুনি ও ধারালো অস্ত্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত গোলাম ফারুক ওই ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের মরহুম তিতা জোয়ার্দ্দারের ছেলে।
মোমিনপুর ইউনিয়নের বাসিন্দা ও নিহত সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের আপন ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান মাজু জানান, তার ভাই হেঁটে বাজার করার জন্য বাজারে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা কবিখালী গ্রামের মঞ্জিলুরের নের্তৃত্বে ৮/১০ জন সশস্ত্র ব্যক্তি তাকে হঠাৎ করে লাঠি দিয়ে পিটাতে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তিনি পড়ে যায়। এরপর তারা তার মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। ওই অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ বাড়িতে রাখা আছে বলে তিনি জানান। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী তার মৃত্যু নিশ্চিত করেন।
Leave a Reply