আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গার জনপ্রিয় পল্লিচিকিৎসক মোজাম ডাক্তার আর নেই। আলমডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়া নিবাসী মোজাম্মেল হক মোজাম ডাক্তার গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।জানা গেছে আলমডাঙ্গা পৌর সভার পুরাতন বাসস্ট্যান্ডের জনপ্রিয় পল্লিচিকিৎসক মোজাম্মেল হক মোজাম ডাক্তার দীর্ঘদিন থেকে হার্টের অসুখে ভুগছিলেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলি আকবার আকু,বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি জিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, প্রেসক্লাব ভাপতি শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।গতকাল শনিবার সকাল ৮ টার সময় আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাহ ময়দানে প্রথম জানাজা ও দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম মল্লিকপুরে দাফনকাজ সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বারাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আয়ুব আলি, এ কে আজাদ পাপ্পু প্রমুখ।
Leave a Reply