ভেড়ামারা প্রতিনিধি ॥ ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা,পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন।
Leave a Reply