1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 1:03 pm

মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আবুল হাসনাতের কমিশন বানিজ্য বিপাকে দরিদ্র রোগীরা

  • প্রকাশিত সময় Monday, July 29, 2024
  • 206 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: খন্দকার আবুল হাসনাতের বিরুদ্ধে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে কমিশন বানিজ্যের অভিযোগ উঠেছে। এলাকার দরিদ্র গরীব মানুষ অল্প খরচে সরকারি স্বাস্থ্যসেবা নিতে এসে যখন দেখেন, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্যাথলজিসহ অন্যান্য ডায়াগনোসিস সেবা বিদ্যমান থাকা সত্বেও অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে শহরের নামীদামি ডায়াগনস্টিক সেন্টারের স্লিপ ধরিয়ে দিচ্ছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করতে কতো খরচ হবে তা জানিয়ে, সেখান থেকে টেষ্ট করার তাগাদা দিচ্ছেন। এ অবস্থায় গরীব দরিদ্র রোগীরা চরম অসহায় হয়ে পড়ছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ডা: খন্দকার আবুল হাসনাত মাজমাদারের সরকারী অফিস কক্ষে দালাল নিয়োগ দিয়ে রেখেছেন। যারা স্বয়ং উক্ত ডাক্তারের সরকারি অফিস কক্ষে বসেই প্রেশার মাপা ও অন্যান্য প্রাথমিক ডায়াগনোসিস করে থাকেন। মেডিকেল প্রাকটিশনার না হয়েও উক্ত দালাল কর্তৃক প্রাথমিক ডায়াগনোসিস করা তথ্যের ভিত্তিতে ডাক্তার কিভাবে এতো টেষ্ট লিখে দেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তাছাড়া ডাক্তারের টেষ্ট এডভাইস দেয়া শেষ হলে ডাক্তারের কক্ষে বসেই কৌশলে রোগীর আইডি নাম্বার লিখে রেখে পরে সেই আইডি নাম্বার ধরে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেষ্টের কমিশনের টাকা বাগিয়ে নিচ্ছেন দালালেরা।
অভিযোগ আছে, বিষয়টি হাসপাতালের উর্ধতন কর্মকর্তাদের বার বার জানিয়েও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মিরপুর গ্রামের এক দরিদ্র গরীব রোগী শাহিনা খাতুন জানান-গত ২৪ জুলাই আমার পেটে ব্যাথা নিয়ে ডাক্তার আবুল হাসনাত মাজমাদেরর কাছে যাই। তিনি আমাকে ভালোভাবে না দেখেই বিভিন্ন টেষ্ট লিখে দেন এবং কুষ্টিয়া শহরের এক ব্যয়বহুল ডায়াগনস্টিক সেন্টারের স্লিপ ধরিয়ে দেন। আমার কাছে অতো টাকা না থাকায় আমি পরে আর সেখানে যেতে পারিনি। বর্তমানে আমি চিকিৎসার অভাবে খুব কষ্টে আছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার সাহা বলেন-এ ব্যাপারে আমি অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট ডাক্তারের অফিসে অভিযান চালিয়ে একজন দালালকে হাসপাতাল থেকে বের করে দিয়েছি। আর হাসপাতালে প্যাথলজিসহ অন্যান্য ডায়াগনোসিস সেবা বিদ্যমান রয়েছে। এর পরেও যদি কোন টেষ্ট বানিজ্য করে থাকে, তাহলে এ ব্যাপারে অবশ্যই আমি ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640