1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 1:10 pm

আলমডাঙ্গায় মিলল বিরল প্রজাতির মেছোবাঘ শাবক

  • প্রকাশিত সময় Monday, July 29, 2024
  • 140 বার পড়া হয়েছে

বশিররুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের নওদা পাঁচলিয়া গ্রামের কৃষক টগর হোসেন, সকালবেলা জমিতে ঘাস কাটতে গিয়ে মেছোবাঘের দুইটা বাচ্চা দেখতে পায়।
মা মেছোবাঘের আতঙ্কে তিনি আশপাশের লোকজনদের ডাকেন। একপর্যায়ে গ্রামবাসী, উৎসুক শিশু-কিশোর ও নারী-পুরুষের ভিড়ে শাবকদ্বয়ের মৃতপ্রায় অবস্থা সৃষ্টি হলে সেখানে উপস্থিত জাহানারা এগ্রো ফার্মের প্রোপাইটার জাহিদ হাসান রেন্টু তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক উপজেলা বন বিভাগ কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেছোবাঘ শাবকদ্বয়কে পাশের জঙ্গলে অবমুক্ত করে দেন।
এ বিষয়ে তিনি বলেন মা মেসোবাঘ অবশ্যই আশপাশের কোন ঝোপ ঝাড়ে থাকবে এবং উৎসুক জনতা ভিড় না করলে অবশ্যই একসময় মা মেছোবাঘ তাদেরকে নিয়ে যাবে হলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন মেছোবাঘ এর বৈজ্ঞানিক নাম: চৎরড়হধরষঁৎঁং ারাবৎৎরহঁং, মাঝারি আকারের বিড়ালগোত্রীয় দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার স্তন্যপায়ী বন্যপ্রাণী। বন জঙ্গল কেটে ফেলায় জনবসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর ও অন্যান্য কারণে বাঘরোলের আবাসস্থল জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়ায় এর মূল কারণ। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।
বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
মেছোবাঘ সাধারণত জলাভূমি, বরাবর নদী, প্রবাহ, অশ্বখুরাকৃতি হ্রদ, জলাভূমি, এবং ম্যানগ্রোভতে বাস করে। এদের উপস্থিতি সেখানকার জলাভূমির অবস্থার ভালো-মন্দ নির্ধারণে সাহায্য করে। এরা সাঁতারে পারদর্শী হওয়ায় এধরনের পরিবেশে সহজেই খাপ খাওয়াতে পারে। এদের গায়ে ছোপ ছোপ চিহ্ন থাকার জন্য চিতাবাঘ বলে ধারণা করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে এটিকে সেই রাজ্যের ‘রাজ্য প্রাণী’ তকমা দেওয়া হয়েছে এবং এই রাজ্য বর্তমানে বাঘরোল সংরক্ষণে ও তাদের সংখ্যা বৃদ্ধিতে আশার আলো দেখা যাচ্ছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640