ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে যৌথসভায় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের এমপি কামারুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী আখতারুজ্জামান মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুবলীগের সহ-সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সোহেল রানা পবন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোলায়মান হোসেন কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন ও পৌর ছাত্রলীগের সভাপতি রাহয়ান আহমেদ রকি প্রমূখ। সবাই বক্তারা সমসাময়িক নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন। এবং দলের কার্যক্রম কে গতিশীল করতে তাগিদ দেয়া হয়। এছাড়াও শোকের মাস আগস্ট কে সামনে রেখে মাসব্যাপী রাষ্ট্রীয় ও দলীয় নানা কর্মসূচি পালনের ব্যাপারেও আলোচনা করা হয়। ।
Leave a Reply