কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমারখালী উপজেলা প্রশাসন আয়োজিত ফাইনাল খেলায় শিলাইদহ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।আজ রবিবার বিকালে এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌরসভা ফুটবল একাদশের সাথে প্রতিদ্বন্দীতা করে শিলাইদহ ফুটবল একাদশ।
কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম সহ সহকারি কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত, অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান তারেক বিপ্লব, প্রবীণ ক্রীড়াবিদ আকরাম হোসেন, আ’লীগ নেতা আলতাফ মাহমুদ, এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকারিয়া খান জেমস প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, কুমারখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান। তার সহযোগীতায় ছিলেন, নাঈম আহমেদ ও আরিফুল ইসলাম।
Leave a Reply