কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বিবাদমান জমির কাঁঠাল কাটাকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন (৪৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মইন উদ্দিনের ছেলে।পুলিশ ও স্বজন সুত্রে জানা গেছে, প্রায় ৩৪ শতাংশ জমি নিয়ে শানপুকুরিয়া গ্রামের হোচেন আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল কৃষষক রিয়াজ উদ্দিনের। দুপুরে উক্ত বিবাদমান জমির গাছ থেকে কাঁঠাল কাটতে গিয়েছিল হোসেনের স্ত্রী নাছিমা খাতুন। সেসময় রিয়াজ কাঁঠাল কাটতে বাঁধা প্রদান করে। এনিয়ে নাছিমা, হোসেন, সুমন ও তাদের সমর্থকদের সঙ্গে রিয়াজের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হোচেনের ছেলে সুমন ধারালো অস্ত্র দিয়ে রিয়াজকে কুপিয়ে জখম করে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরেজমিন গিয়ে দেখা যায়, এলাকার গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। নিহত ব্যক্তির বাড়ির সামনে রক্ত পড়ে আছে। থমথমে পরিবেশ বিরাজ করছে।এসময় রিয়াজের ভাই মো. লতিফ শেখ জানান, ৩৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। সেই বিবাদমান জমির গাছ থেকে হোসেনের স্ত্রী নাছিমা খাতুন কাঁঠাল কাটছিল। রিয়াজ তাতে বাঁধা দিলে নাছিমা, হোসেন, সুমন ও তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সুমন ধারালে অস্ত্র দিয়ে কোপ মেরে রিয়াজকে হত্যা করেছে। তিনি থানায় মামলা করবেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। সেজন্য তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করে শর্তে এক নারী জানান, জমি নিয়ে ঝামেলা ছিল। এ নিয়ে কিভাবে যে এঘটনা ঘটে গেল তিনি তা বুঝতে পারেন নি।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে একজন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ। এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply