মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে রাতের আধারে ২ বিঘা জমির মরিচ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা-আটিগ্রাম মাঠে ধলসা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উজ্জ্বল খানের ২বিঘা জমির মরিচ ক্ষেত কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মরিচ চাষী কৃষক উজ্বল খানের পিতা মোহাম্মদ আলী জানান- আমরা কৃষক। কৃষিকাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি।আমার ছেলে উজ্জল খান ধলসা আটিগ্রাম মাঠে আমাদের নিজের ২ বিঘা জমিতে মরিচের চাষ করে প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার সন্ধা আনুমানিক ৬টার সময় আমার ছেলে তাহার উক্ত মরিচের জমিতে গিয়ে মরিচ ফসল দেখ ভাল করে বাড়ীতে চলে আসে। পরবর্তিতে শুক্রবার সকাল অনুমান সাড়ে ৫টার সময় আমার ছেলে তার উক্ত মরিচের জমি দেখভাল করার জন্য সেখানে গেলে দেখতে পায় আমার ছেলের উক্ত ২ বিঘা জমির প্রায় সম্পুর্ন মরিচের গাছ কাটা।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা হতে শুক্রবার সকাল সাড়ে ৫টার মধ্যে কে বা কারা আমার ছেলের উক্ত জমিতে থাকা ২ বিঘা জমির প্রায় সম্পুর্ন মরিচের গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধনকরেছে । যার ফলে আমার ছেলের ক্ষতির পরিমান অনুমান দুই লক্ষ ত্রিশ হাজার টাকা। তখন আমার ছেলে বিষয়টি আমাকে সহ আমাদের নিকটআত্মীয়-স্বজন সহ স্থানীয়, গন্যমান্য ব্যক্তি ও বর্গের কাছে জানালে আমি সহ তারা সেখানে উপস্থিত হয়ে উক্ত মরিচ ফসল কাটা দেখি। পরবর্তিতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ায় আমার ছেলের পক্ষে আমি নিজে থানায় এসে অভিযোগ দায়ের করেছি।এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন -অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply