কাগজ প্রতিবেদক ॥ অবিলম্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনিয়ম দূর কর হাসপাতাল চালু কর, যদি শিক্ষা গ্রহণ হয় এত কষ্টকর স্বাস্থ্যসেবা হবে কত ভয়ংকর, ক্যাম্পাসে হাসপাতাল চালু হোক শিক্ষা গ্রহণ সুষ্ঠু হোক, শিক্ষার্থীদের দুর্গতি আর কতকাল চালু করা হোক মেডিকেল ক্যাম্পাসে হাসপাতাল সহ বিভিন্ন দাবির প্লে কার্ড হাতে নিয়ে অবিলম্বে মেডিকেল কলেজে হাসপাতাল চালু দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি প্রধান সড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে কর্তৃপক্ষর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
Leave a Reply