কাগজ প্রতিবেদক ॥ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রের বুথের দায়িত্বে নিয়োজিত থাকেন পোলিং এজেন্টরা। নির্বাচনের ভোট গ্রহণের শুরু থেকে ভোট গণনা পর্যন্ত পোলিং এজেন্টরা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন। দলীয় নেতা-কর্মী ও প্রার্থীর বিশ্বস্থ ব্যক্তিদেরকেই এই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভোট গ্রহণের দিন শেষে তাদের আর গুরুত্ব দেওয়া হয়না। কিন্তু কুষ্টিয়ার কুমারখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের আমন্ত্রণ জানিয়েছেন এবং মতবিনিময় করেছেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।আজ শনিবার ( ৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে ১০০ টি ভোট কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ প্রায় নয়’শ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায়, বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন। এ সময় এমপি আব্দুর রউকেও কাঁদতে দেখা যায়।সভায় পোলিং এজেন্ট নাজমুল হোসেন বলেন, শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি। এ সময় তারা (পোলিং এজেন্টরা) এমপির কাছে সুযোগ সুবিধা সহ মাসিক ভাতা দাবি করেন।অন্যান্য পোলিং এজেন্টরাও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, নির্বাচন শেষে কেউ তাদের খোঁজ খবর রাখেন না। কিন্তু এবারই প্রথম নির্বাচন পরবর্তী তাঁদের আমন্ত্রণ জানানো ও মতবিনিময় করে সম্মানিত করা হচ্ছে। এজন্য তারা এমপি রউফ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের শুরুতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন, এমপি আব্দুর রউফ। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাচন সহ্য করেও আপনারা আমাকে বিজয়ী করতে ভোট কেন্দ্র ত্যাগ করেননি, তাই আমি বিজয়ী হয়েছি। এমপি আরো বলেন, আমি আপনাদের ঋণ কোনোদিন ভুলব না এবং আপনাদের যেকোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।তিনি আরো বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরী। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন। সকলকে সাথে নিয়ে এলাকায় সকল খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।মতবিনিময় সভায় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।মতবিনিময় সভা শেষে পোলিং এজেন্ট নহ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ( সাবেক এমপি) কে পরাজিত করে ট্রাক মার্কা প্রতীকে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
Leave a Reply