কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এনিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছেলে তৌফিক হেলাল সোহাগ। ঘটনার সময় জমির মালিক বীর মুক্তিযোদ্ধা মো: সাঈদ হাসান(৬৫) সৌদি আরব হজ্ব করতে গিয়েছিলেন। তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি পৌর সভার মাঠপাড়া ২ নং ওয়ার্ডের নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি দু:খ প্রকাশ করে বলেন, ”আমি দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধ করেছি। বর্তমানে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’ অভিযোগে বলা হয়েছে, আমি তৌফিক হেলাল সোহাগ (৩২), পিতা- সাইদ হাসান, সাং- খোকসা মাঠপাড়া, ২নং ওয়ার্ড, খোকসা পৌরসভা, থানা খোকসা, জেলা- কুষ্টিয়া বিবাদী ১। মোঃ আক্কাছ হোসেন (৫০), ২। মোঃ আয়াত আলী (৫৫). ৩। মোঃ মোতালেব (৪৫), সর্ব পিতা- মৃত বিলাত আলী শেখ, ৪। মোঃ রায়হান (২৪), পিতা- মোঃ আক্কাছ আলী, ৫। মোঃ আরিফুল (৩৩), পিতা- অজ্ঞাত, শ্বশুর- মোঃ আক্কাছ হোসেন, ৬। মোঃ জনি (২৪), ৭। মোঃ রিয়াজ (২২), উভয় পিতা- মোঃ আয়াত আলী, ৮। মোঃ জুয়েল (২৩), পিতা-মৃত সোলেমান, সাং- খোকসা মাঠপাড়া, ২নং ওয়ার্ড, খোকসা পৌরসভা, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়াসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করছি যে, বিবাদীদের সাথে পূর্ব জমিজমা নিয়ে বিরোধ চলমান। উক্ত বিরোধ সংক্রান্তে বিজ্ঞ দেওয়ানী আদালতে আমার পিতা একটি মামলা দায়ের করেছেন, যা চলমান আছে। বিবাদীরা জমিজমা সংক্রান্তে পূর্বশত্রুতার জেরে ইং ০৫-০৭-২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগন আমার ক্রয়কৃত জমির দাগ নং-৮৯১ তে ২৯ শতক জমি জোর পূর্বক দখল করার জন্য তাদের হাতে বাঁশের লাঠি, লোহার সাবল, টিনসহ আমার উক্ত জমিতে এসে সাবল দিয়ে মাটি খুড়ে বাঁশের খুটি ঘাড়তে থাকে। তখন আমার স্ত্রী মোছাঃ জান্নাত আরা বন্যা (২৪) ও ভাগনি সামান্তা ইসলাম (২২), দ্বয় এগিয়ে এসে বিবাদীদের আমাদের জমি থেকে চলে যেতে বলে। তখন বিবাদীর অতর্কিত ভাবে আমার বসতবাড়ির প্রাচির টপকিয়ে বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে পিছনের দরজা খুলে দেয় এবং বিবাদীরা আমার বাড়ির ভাড়াটিয়াদের ঘরের দরজার বাহিরে থেকে তালা মেরে রাখে। সেই সময় বিবাদীদের সাথে অজ্ঞাতনামা বিবাদীরা উক্ত দরজা দিয়ে এসে আমার বসত ঘরের পিছনে থাকা গুদাম ঘরের দরজার তালা সাবল দিয়ে ভেঙ্গে উক্ত ঘরে প্রবেশ করে। সেখানে থাকা আনামানুকি ১৫ মন পেঁয়াজ বস্তায় উঠিয়ে জোরপূর্বক বিবাদীরা নিয়ে যায়। একপর্যায়ে ৪ হতে ৮নং বিবাদীগন তখন বাড়িতে থাকা আমার স্ত্রী ও ভাগনিকে মারার জন্য লাঠি হাতে তেড়ে গেলে আমার স্ত্রী ও ভাগনি বাঁচার জন্য শোর চিৎকার করলে সাক্ষী ১। মোঃ আকমল মাষ্টার (৬৪), পিতা- মৃত ইশারত আলী শেখ, ২। মুন্সী আবু জাফর (৬৫), পিতা- মৃত মাহাতাব মুন্সী, ৩। মোঃ আফজাল হোসেন (৫০), পিতা- মৃত তাজু মন্ডল, ৪। মোছাঃ শিল্পী খাতুন (৪০), পিতা- সাইদ হাসান, ৫। মোছাঃ সালমা খাতুন (৫২), স্বামী- মুন্সী আবু জাফল, সর্ব সাং- খোকসা মাঠপাড়া, ২নং ওয়ার্ড, খোকসা পৌরসভা, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া সহ আরো অনেকেই এগিয়ে আসলে তাদের সামনে সকল বিবাদীরা বিভিন্ন ভয়ভীতিসহ হুমকি ধামকি প্রদান করে চলে যাওয়ার সময় আরো বলে যে, পরবর্তীতে আমাকে সহ আমার পরিবারবর্গকে দেখে নিবে। উপরোক্ত ঘটনার বিষয়ে নিকটতম আত্মীয় স্বজন এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ করতে বিলম্ব হইল। এ বিষয়ে খোকসা থানার ওসি আননুর যায়েদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।
Leave a Reply