বশিরুল আলম আলমডাঙ্গা থেকেঃ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জাতির শ্রেষ্ঠ সন্তান,অগ্নিসেনাখ্যাত বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন পারভেজ (৬৭) মারা গেছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বিকাল ছয়টায় কালিদাসপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি সাবেক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । মৃত্যুকালে তিনি দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মঈনুদ্দিন পারভেজ তিনি তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি পতাকা পুড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে স্বাধীন বাংলার জন্য বড় অবদান রেখেছিলেন।
এছাড়াএলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদান অতুলনীয়।
Leave a Reply