কাগজ প্রতিবেদক ॥ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন মারফিদুল ওরফে কহাজল হোসেন ( ২০) নামের এক কৃষক । গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বড় ভাই নিহত হলেও বেঁচে গেছে ছোট ভাই। নিহত যুবক ফুলবাড়িয়া গ্রামের মোঃ ররুল আমিনের ছেলে
সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের ফুলবাড়িয়া বাগান মাঠ নামক স্থানে ঘাস কাটতে যান কুহাজ্জল ও ছোট ভাই ইউসুফ ( ১৪) দুজনে গরুর ঘাস কাটতে যাই ঠিক ওই সময় হঠাৎ একটি বজ্রপাতের শব্দে দুই ভাই মাটিতে নিচু হয়ে শুয়ে পড়ে কিছু সময় পর ছোট ভাই এসে বড় ভাইকে ডাকাডাকি করলে আর সাড়া দেয়নি তাৎক্ষণিক স্থানীয় লোকজন ছুটে এসে নিহত যুবককে হাদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকলিদহ পুলিশ ক্যাম্প ইন চার্জ এস আই আনোয়ার জাহিদ
Leave a Reply