মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বীজনগর গ্রাম থেকে মনি হোসেন (৭০ ) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জুন শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মনিরের হাত ও পা পোড়া ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত মনি ওই এলাকার মৃত আবু বকরের ছেলে এবং স্থানীয় আব্দুল রাজ্জাক মিঠুর বাডীর পাহারাদার। স্থানীয়দের ভাষ্যমতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বীজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়ীতে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে দেখাশুনা করতেন বৃদ্ধ মনি। ওই বাড়ীর বাহিরের একটি কক্ষে তিনি থাকতেন। শনিবার সকালে স্থানীয়রা মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতর কাঠের সোফার উপর মনির রক্তাক্ত ও পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। কারা এবং কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে সেসব বিষয় জানার জন্য পুলিশ কাজ করছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতকদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
Leave a Reply