কাগজ প্রতিবেদক ॥ কর ফাঁকি দিয়ে চোরাইপথে আসা ভারতীয় পণ্যে সয়লাভ কুষ্টিয়ার বৃহৎ পাইকারী মার্কেট বড়বাজার। চোরাই পথে আসা চিনি, ডাল, জিরা, এলাচি, কসমেটিকসহ বিভিন্ন পণ্য এই বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আবার ভারতীয় চিনি দেশী বলে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর এর সাথে জেলার কয়েকজন বড় ব্যবসায়ী কালোবাজারে সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, চোরাইপথে আসা এসব ভারতীয় চিনি ও ডাল মানহীন। কালোবাজারের মানহীন এসব চিনি ও ডালের কারণে মার খাচ্ছে দেশি শিল্পে পরিশোধিত পন্যের বাজার। আবার সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে। খুচরায় দাম না কমায় ভোক্তারা হচ্ছেন প্রতারিত। অভিযোগ উঠেছে প্রতিনিয়তই অবৈধ পথেই সরকারের শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশ করে শহরের বড়বাজারসহ জেলার বিভিন্ন মফস্বল বাজারেও এসব পণ্য দেদারসে বিক্রি হচ্ছে।
কুষ্টিয়ার বড়বাজারের শীর্ষ ব্যবসায়ী দিপক সাহার ব্যবসা প্রতিষ্ঠানে ভারত থেকে আসা অবৈধ কোটি টাকা মূল্যের চিনি আটকের পর ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১৬ জুন সকালে। মোটা অংকের টাকায় বিষয়টি দফারফা হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে বড়বাজারের ব্যবসায়ী মেসার্স অশোক সাহার লাইসেন্সকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত থেকে চোরাই পথে পণ্য এনে পাইকারি বিক্রি করে আসছিল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রাক বোঝাই করা জামখান্দি সুগার লিমিটেডের ইন্ডিয়ান চিনি দীপক সাহা তার দুই গোডাউনসহ অশোক সাহার গোডাউনে আনলোড করেছেন।
স্থানীয়রা বলেন, ভারত থেকে চোরাই পথে আনা চিনি প্রকাশ্যে দীপক সাহা তার গোডাউনে আনলোড করছে। সে সময় সাংবাদিক ও প্রশাসনের লোকজন এসে তাদের সাথে কথা বলে চলে যায়। কিন্তু কেন এই মাল জব্দ হলো না এ বিষয়ে আমরা কিছুই বুঝতে পারলাম না। প্রায়ই চিনিসহ বিভিন্ন অবৈধ ও চোরাই পথে ্আসা মালামাল বড় বাজারে ক্রয়-বিক্রয় হচ্ছে। কিন্তু প্রশাসন বরাবরই নীরব থাকে। বড় বাজারে এসব অবৈধ মাল যদি জব্দ করা যেত তবে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতো না। প্রকৃত ব্যবসায়ীদের দাবি, যারা এসব অসাধু কাজে লিপ্ত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করলে অবৈধ চোরাই মাল ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যেত।
একাধিক গোপন সূত্রে জানা যায়, চোরাই পথে আসা মালামাল ক্রয়-বিক্রয় সাথে জড়িত ব্যবসায়ীদের রক্ষায় এগিয়ে আসেন ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং ভোক্তা অধিকার ও কাস্টমসকে তারা ম্যানেজ করে এই অসাধু ব্যবসায়ীদেরকে রক্ষা করেন বলে একাধিক সুত্র জানিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় ভারতীয় চিনি প্যাকেট করে দেশী বলে চালানো, জিরা, এলাচ ও কসমেটিক্স সামগ্রী বিক্রেতারা এক প্রকার বেপরোয়া হয়ে উঠলেও কুষ্টিয়া ভোক্তা অধিকার ও কাষ্টমস্ বরাবরই নিরব ভুমিকা পালন করে আসছেন।
Leave a Reply