মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ মিরপুর- ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব কামারুল আরেফিন এমপি মহোদয় সংসদ ভবনের সামনে থেকে আহত হলে তাকে দূত ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসার জন্য ভত্তি করেন। বর্তমানে আশংকা মুক্ত বলে জানাগেছে। সূত্রে জানান গত ২৪ জুন ২০২৪ খ্রীঃ সোমবার রাত ৯ সময় জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাসভবন অভিমুখে যাওয়ার সময় পথে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটো রিকসা অতকৃৎ ভাবে ধাক্কা দিয়ে আহত হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বা”চু মিয়া। এ সময় মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ কমারুল আরেফিন এর পি এস আব্দুল্লাহ আল মামুন সঙ্গে ছিলেন। মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ কামারুল আরেফিনের রোগ মুক্ত কামনায় মহান আল্লাহ কাছে দোয়া চেয়ে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া আয়োজন করেন মিরপুর পুরাতন বাজার কমিটির মিরপুর পুরাতন বাজার কমিটির সভাপতি ও মিরপুর উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর উদ্যোগে ও বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি। এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৬ জুন ২০২৪ খ্রীঃ বুধবার বাদ মাগরিব (সন্ধায়) বাজার কমিটির সভাপতির কার্যালয়ের সামনে আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন পুরাতন বাজার মসজিদের ঈমাম আলহাজ¦ আব্দুল্লাহ আল মামুন। অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মুসফিকুর রহমান তাহা,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাশিদুজ্জামান ছন্দ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগান, পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক, মিরপুর পৌরসভার ৩ ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াস কাঞ্চন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্যারিন, আওয়ামীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম, ও বাপ্পি। এ সময় উপ¯ি’ত ছিলেন বাজার কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য সাংসদের পিএ আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাসায় ফেরার জন্য সংসদ ভবনের বকুলতলা গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় সাংসদ কামারুল আরেফিন এবং সঙ্গে ছিলেন পিএ মামুনও। এমন্ত অবস্থায় একটি সিএনজি চালিত অটোরিকশা সাংসদ আলহাজ¦ কামারুল আরেফিনকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তার হাত, পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় ছিলে যায়। আহত অব¯’ায় উদ্ধার করে প্রথমে নেয়া হয় সংসদের মেডিকেল সেন্টারে। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান, হাত-পায়ের এক্স-রে করানো হয়। এছাড়া ডান হাতের কনুইতে তিনটি সেলাই করানো হয়েছে। তবে সিটিস্ক্যান ও এক্স-রে রিপোর্ট ভালো থাকায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন বলে বিশেষ সূত্রে জানাগেছে।
Leave a Reply