খোকসা প্রতিনিধি ॥ স্বপ্ন বুনতে যখন ব্যবসায়ী পথে পদার্পণ জিল্লুর তখনই ভাগ্যের নির্মম ইতিহাস গড়ে দিল আগুনের লালসার।অশ্রুসিক্ত চোখে হাওমাও কান্নায় দু নয়ন ভিজে চোখের পানি গড়িয়ে পড়ছিল জিল্লু নামের এক জুতা ব্যবসায়ীর গায়ে।
আগুনের লেলিহান শিখায় নিঃস্ব কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী। গতকাল রবিবার আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে গোপগ্রাম বাজারের বেশ কয়েকটি দোকানে অগ্নিপাতের ঘটনা ঘটে। সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় বাজারের প্রায় ১৫ টি দোকানে আগুনের লেলিয়ান শিখায় কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের স্বপ্ন।
স্থানীয়রা বলেন, গোপগ্রাম বাজারে রাত সাড়ে বারোটার দিকে জিল্লুর জুতা স্যান্ডেলের দোকানে অগ্নিপাতের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। দোকানগুলোর মধ্যে রয়েছে ওষুধের ফার্মেসি, কসমেটিকের দোকান,গার্মেন্টস কাপড়ের দোকান,মুদির দোকান,ডেকোরেশনের দোকানসহ প্রায় ১৫টি দোকানের সব জিনিসপত্র পুরে ছাই হয়ে যায়।সাথে সাথেই আগুন লাগার সংবাদটি খোকসা ফ্যায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। তবে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
খোকসা ফ্যায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ জানা মাত্রই দ্রুত ঘটনাস্থলে আমরা পৌঁছায় এবং ফ্যায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা
Leave a Reply