বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, বিশেষ অতিথি ছিলেন ফিল্ড সুপারভাইজার শামীমা নাসরিন, ইউনিয়ন সমাজকর্মী হাফিজুর রহমান। তাছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ডঃ মাহবুব আলম, পারকুলা গ্রাম কমিটির সভাপতি মিজানুর রহমান, হাড়গাড়ি গ্রাম কমিটির সভাপতি জেসমিন আক্তার, বোয়ালিয়া গ্রাম কমিটির সভাপতি নাসিমা খাতুন, নাগদহ গ্রাম কমিটির সভাপতি আফিল উদ্দিন প্রমুখ।
Leave a Reply