প্রযুক্তির মাধ্যমে ধান রোপণে কৃষক হবে স্মার্টঃ ডিসি এহেতেশাম রেজা
কাগজ প্রতিবেদক ॥ মিরপুর কৃষি বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে জমিতে রাইস ট্রান্স পান্টারের দ্বারা চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ১০ জুন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউপির এলাকায় ২০ একর জমিতে এই কার্যক্রমেরউদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা, সংসদ সদস্যের প্রতিনিধি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল-াহআল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির- পুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, প্রধানমন্ত্রী কৃষি বিভাগের সঙ্গে কথা বলে সারাদেশে আধুনিক যান্ত্রিক নির্ভর কৃষি ব্যবস্থা নিশ্চিত করণে কাজ করে চলেছেন। উন্নত বাংলাদেশ বিনির্মাণে আধুনিক কৃষি সহায়ক ভূমিকা হবে। সমলয়ের মাধ্যমে ধান চাষাবাদ করলে যেমন অর্থ খরচ কম হয় ঠিক চারার গুণগত মান ও ভালো থাকে। ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পায়। সমলয়ের মাধ্যমে ধান রোপণে নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষক হবে স্মার্ট। রাইস ট্রান্স পান্টারের মাধ্যমে ধান লাগানো পদ্ধতি আরো সহজ হবে।
Leave a Reply